রাজশাহীতে বন্ধ হয়ে পড়ে থাকা পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শ্রমিকেরা। রোববার বেলা সাড়ে ১০টার দিকে পবার কাটাখালী পৌর বাজারে |
প্রতিনিধি রাজশাহী: রাজশাহীতে বন্ধ হওয়া পাটকল চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকেরা। রোববার সকাল ১০টার দিকে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী এলাকায় অবস্থিত পাটকলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কাটাখালী পৌরসভা বাজারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে। এতে শতাধিক শ্রমিকসহ স্থানীয় লোকজন অংশ নেন। মিছিল থেকে শ্রমিকেরা বাংলাদেশ পাটকল করপোরেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। পাটকলের কোষাধ্যক্ষ মোস্তাক আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাজশাহী জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাবেক কোষাধ্যক্ষ ফরমান আলী প্রমুখ।
১৯৬৯ সালে ৪৯ দশমিক ২ একর জমির ওপর গড়ে ওঠে রাজশাহী জুট মিলস লিমিটেড। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এটিকে জাতীয়করণ করা হয়। তখন থেকে পাটকলটি বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিটিএমসি) অধীনে চলে আসছে। এতে মোট শ্রমিকের সংখ্যা ১ হাজার ৭৫৭। তাঁদের মধ্যে স্থায়ী ৭০৭ জন এবং অস্থায়ী ১ হাজার ৫০ জন। ২০২০ সালের জুলাইয়ে দেশের ২৫টি পাটকলকে ইজারা দিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় চালানোর সিদ্ধান্ত নেয় সরকার।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কথা ছিল, আধুনিকায়নের পর তিন মাসের মধ্যেই পাটকলে আবার উৎপাদন শুরু হবে। কিন্তু প্রায় চার বছর হতে চললেও রাজশাহী পাটকল ইজারা দেওয়া হয়নি। পাটকলটি আর চালুও হয়নি। এতে পাটকলের প্রায় ১ হাজার ৭০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। তাঁরা পুনরায় পাটকলটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালুর দাবিতে আন্দোলন শুরু করেছেন। তাঁদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকল চালু না করা হলে ঈদের পর তাঁরা কঠোর আন্দোলনে যাবেন।