দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আজ বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় প্রাইভেট কার ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার রাতে একই মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী সরকারি কলেজের একজন শিক্ষক নিহত হয়েছেন।
আজ সকালে দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও বগুড়া সদরের পশ্চিম গোদারপাড়ার বাসিন্দা ফাইন মণ্ডল (৫৫), শহরের নিশিন্দারা মণ্ডলপাড়ার বাসিন্দা ও দূরপাল্লার কোচ কাউন্টারের ব্যবস্থাপক হান্নান (৪৫) এবং পালশা মহল্লার বাসিন্দা ও স্টেশনমাস্টার আলমগীর হোসেন (৪২।
গতকাল রাতে নিহত কলেজশিক্ষকের নাম আবদুর রাজ্জাক (৪৮)। তিনি জয়পুরহাটের কালাই সরকারি মহিলা কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তাঁর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার নলডুবি গ্রামে।
বগুড়া সদর থানা-পুলিশ জানায়, সকালে বগুড়া থেকে একটি প্রাইভেট কারযোগে নওগাঁর দিকে যাচ্ছিলেন চালকসহ পাঁচজন। তাঁরা সবাই বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের সদস্য। বিপরীত দিক থেকে ফিরছিল যাত্রীবাহী একটি বাস। সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়া সদরের এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে যাত্রীবাহী দ্রুতগতির বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাইভেট কারের তিন যাত্রী নিহত ও চালকসহ দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর বগুড়া-নওগাঁ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের গতি ছিল বেপরোয়া। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে গতকাল সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার নওডুবি গ্রাম থেকে ইফতার সেরে মোটরসাইকেল চালিয়ে বগুড়া শহরের বাসায় ফিরছিলেন জয়পুরহাটের কালাই সরকারি মহিলা কলেজের শিক্ষক আবদুর রাজ্জাক। নওগাঁ-বগুড়া মহাসড়কের কাহালু উপজেলার কাজিপাড়াসংলগ্ন পাগলাপীর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি ঘটলে শহরের কলোনি এলাকায় হেলথ সিটি স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পর রাত ১১টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন বলেন, আবদুর রাজ্জাক কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। আজ বেলা ১১টায় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।