সাগর হোসেন | ছবি: সংগৃহীত

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে ব্যাটারিচালিত ইজিবাইকসহ নিখোঁজ হওয়ার ৭ দিন পর এর চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার বিকেলে উপজেলার পাকশী রেলওয়ে স্টেশন সংলগ্ন জনৈক এক ব্যক্তির কলা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে ২১ এপ্রিল নিখোঁজ হন সাগর হোসেন (২৫) নামের ওই ইজিবাইকের চালক। তিনি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। 

পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু বলেন, রোববার বিকেল সাড়ে চারটার দিকে কলা বাগানে অর্ধগলিত একটি লাশ দেখে থানায় খবর দেন এলাকাবাসী। পরে ঈশ্বরদী থানা-পুলিশের একটি দল এসে লাশটি উদ্ধার করে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাই করার জন্য চালককে শ্বাসরোধে হত্যা করে লাশ বাগানের মধ্যে ফেলে রেখে গিয়েছিল।

সহকারী পুলিশ সুপার আরও বলেন, লাশটি ২১ এপ্রিল দৌলতপুর থেকে নিখোঁজ হওয়া ইজিবাইকের চালক সাগর হোসেনের বলে শনাক্ত করেছেন নিহতের বাবা। এ ঘটনায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা সিরাজ উদ্দিন বলেন, প্রতিদিনের মতো ২১ এপ্রিল বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন সাগর। ওই দিন রাতে তিনি আর বাড়িতে ফেরেনি। এরপর তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরে কল করে সেটিও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ২২ এপ্রিল দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তিনি আরও বলেন, কয়েক মাস আগে ইজিবাইকটি কেনেন। এটি চালিয়ে তিনি সংসার চালাতেন।