তিন বছর বয়সী মেহেরুন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া গ্রামের ফুলজোড় নদে ডুবে মারা গেছে | ছবি: সংগৃহীত

প্রতিনিধি রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নদে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া গ্রামের ফুলজোড় নদে এ ঘটনা ঘটে। শিশুটির নাম মেহেরুন। সে বেড়াবাজুয়া গ্রামের জাহিদুল ইসলাম সরকার ও মলিনা বেগমের সন্তান। দুই ভাই-বোনের মধ্যে মেহেরুন ছোট ছিল। গতকালই শিশুটির জন্মদিন ছিল। ওই দিনেই সে মারা গেল।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে বেড়াবাজুয়া গ্রামে জাহিদুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, শিশুটির হঠাৎ মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন মা–বাবা। তাঁদের সান্ত্বনা দিতে বাড়িতে আছেন আত্মীয়স্বজন আর প্রতিবেশীরা।

শিশুটিকে দেখভাল করতেন গৃহকর্মী নুরজাহান বেগম। তিনি বলেন, মেহেরুনকে সারাক্ষণ চোখে চোখে রাখা হতো। চোখের একটু আড়াল হতেই এমন ঘটনা ঘটে গেল। বাড়ির পাশের ফুলজোড় নদে কখন পড়ে গেল কেউ টের পেলেন না।

শিশুটির চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, বাড়ির লোকজনের অজান্তে মেহেরুন কখন নদে চলে গেছে কেউ বলতে পারেন না। অনেক খোঁজাখুঁজির পর নদের ভাটি থেকে তাকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর গতকাল সন্ধ্যায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে শিশু মেহেরুনকে দাফন করা হয়েছে।

শিশুটির মা মলিনা বেগম বলেন, আজকেই (গতকাল) মেয়েটার তিন বছরে পড়ল আর এদিনেই সে চলে গেল। ঈদের পোশাক কেনা হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘এখন এসব কে পরবে?’ শিশুটির বাবা বলেন, ‘বাড়ির পাশের নদ যে আমার জীবনে এত বড় দুঃখের কারণ হবে, বুঝতে পারিনি।’