আর্থিক অনিয়মের অভিযোগে ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি বেড়া: পাবনার সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের কাশিনাথপুর শাখায় ১০ কোটি টাকা গরমিলের ঘটনায় ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন কাশিনাথপুর শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, কর্মকর্তা (ক্যাশ) সুব্রত চক্রবর্তী ও জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জাফর।
থানা–পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি অগ্রণী ব্যাংকের রাজশাহী কার্যালয়ের একটি অডিট দল ব্যাংকের কাশিনাথপুর শাখায় আসে। অডিটে ব্যাংকের ১০ কোটি ১৩ লাখ ৬৫ হাজার টাকা হিসাবে গরমিল পাওয়া যায়। এ ব্যাপারে ওই শাখার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি। অগ্রণী ব্যাংকের পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রেজাউল শরীফ ব্যবস্থাপক হারুন বিন সালাম ও কর্মকর্তা (ক্যাশ) সুব্রত চক্রবর্তী ও জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জাফরকে অভিযুক্ত করে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দেয়।
বৃহস্পতিবার সকাল থেকে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হতে থাকেন। রাতে সেখানে আসেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। রাত সাড়ে ১২টার দিকে ওই তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে সাঁথিয়া থানায় নেওয়া হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ ওই তিন কর্মকর্তা বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাঁদের জেলহাজতে পাঠানো হবে। এই মামলার আইনি পদক্ষেপের দায়িত্ব মূলত দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এ–সংক্রান্ত নথিপত্র দুদকে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।