ঈশ্বরদীতে তীব্র দাবদাহে ক্লান্ত মানুষকে শরবত পান করায় মিন্টু

প্রচণ্ড দাবদাহে ক্লান্ত পথচারীদের শরবত পান করায় আবুল কালাম আজাদ মিন্টু। মঙ্গলবার সকালে ঈশ্বরদী শহরের ষ্টেশন রোড  | ছবি: পদ্মা ট্রিবিউন 

প্রতিনিধি ঈশ্বরদী: একদিকে যেমন অসহ্য গরম, অপরদিকে লোডশেডিং। অসহ্য গরম আর তীব্র তাপপ্রবাহে ঈশ্বরদীর জনগণ এখন অস্বস্তিতে দিন পার করছেন। গত কয়েকদিন ধরে উপজেলায় ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে ঈশ্বরদী প্রধান বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু ব্যক্তিগত উদ্যোগে পথচারী, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও শ্রমিকদের হাতে শরবতের গ্লাস তুলে দিয়েছেন।  
 
আবুল কালাম আজাদ মিন্টু বলেন, তাঁর ব্যক্তিগত ছোট একটা উদ্যোগ। ঈশ্বরদীতে এখনো পাঁচ-ছয়দিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে। সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য ঠাণ্ডা শরবত পান করানো হচ্ছে। সাধারণ মানুষ চলার পথে ক্লান্তিবোধ করলে এখান থেকে শরবত পান করতে পারবেন। পাশাপাশি সুপেয় পানি ও খাবার স্যালাইন সরবরাহ করা হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।