মারিয়া শান্ত | ছবি: শিল্পীর সৌজন্যে |
বিনোদন প্রতিবেদক: এই ভালোবাসা দিবসে নির্মাতা জাহিদ প্রীতমের মুক্তিপ্রাপ্ত বুক পকেটের গল্প নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেত্রী মারিয়া শান্ত। এতে আলেয়া নামে প্রতারক চক্রের সদস্যের ভূমিকায় পাওয়া গেছে তাঁকে; যিনি প্রেমের ফাঁদ পাতেন। আসল নাম লুকিয়ে মেঘলা নামে এক তরুণের সঙ্গে প্রেমে জড়ান; এর মধ্যে পুলিশের জালে আটকা পড়েন।
এই নাটকে মধ্যবিত্ত তরুণীর সাজপোশাক আর সাবলীল অভিনয়ে নজর কেড়েছেন শান্ত। তিন বছরের ক্যারিয়ারে বেশ কয়েকটি নাটকেও পাওয়া গেছে তাঁকে। তবে সব ছাপিয়ে বুক পকেটের গল্প নাটকটি তাঁর ক্যারিয়ারের বাঁকবদল করেছে। নাটকটি এ পর্যন্ত ৭৩ লাখের বেশি বার দেখা হয়েছে।
আলেয়া কিংবা মেঘলা তাঁর পিছু ছাড়ছে না। বিশ্ববিদ্যালয়ে কিংবা শুটিংয়ে—সবখানেই দর্শকদের কাছ থেকে মুঠি মুঠি ভালোবাসা পাচ্ছেন এই তরুণ তুর্কি। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে পড়ছেন।
শান্ত বলেন, ‘ভার্সিটিতে গেলে অনেকে জিজ্ঞাসা করছেন, আপনি আলেয়া না, মেঘলা না? অল্প সময়ের ক্যারিয়ারে এতটা রেসপন্স আগে পাইনি। চরিত্র ধরে আমাকে চিনছে। এটা আমার জন্য অনেক ভালো লাগার।’
ফ্যাশন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন শান্ত। ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গেও মডেলিং করেছেন। মডেলিংয়ের মাঝে অনেকে শান্তকে বলতেন, ‘তুমি অভিনয়ে ভালো করবে।’ সেই থেকেই অভিনয়ের স্বপ্ন বুনেছিলেন তিনি।
২০২৩ সালের মাঝামাঝির দিকে সেই স্বপ্ন পূরণ হয়েছে। মুশফিক আর ফারহানের বিপরীতে লাফাঙ্গা নাটকের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক ঘটেছে শান্তর। ১ কোটি ৩০ লাখের বেশি বার দেখা হয়েছে নাটকটি।
ঈদুল ফিতরের পর প্রকাশিত ইমরানের ‘ভালোবাসি বলে যাও’ গানের ভিডিও চিত্রে মডেল হিসেবে দেখা গেছে। শান্তর ভাষ্যে, গানের ভিডিও চিত্রটি প্রকাশের পর দুটি সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি। তবে এখনই সিনেমা করতে চান না; আপাতত নাটকেই প্রতিষ্ঠিত হতে চান।
ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা অরুণ চৌধুরীর ফুলবাহার, রুবেল আনুশের লটারিসহ অন্তত ছয়টির মতো নাটকে মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই সপ্তাহে কিশোরগঞ্জ থেকে লটারি নাটকের শুটিং শেষ করে এসেছেন।
পরিকল্পনা জানতে চাইলে শান্ত বলেন, ‘ভার্সেটাইল অভিনেত্রী হতে চাই। সব ধরনের চরিত্র করতে চাই। তবে আমার রোমান্টিক ও রহস্যধর্মী চরিত্র ভালো লাগে।’
‘হুট করে এসেই অনেক মানুষ চিনবে, অনেক ভিউ পাব—এমনটা চাই না। আমি ধীরে ধীরে আগাতে চাই। শিখতে চাই। আমি বিশ্বাস করি, মন থেকে চাইলে অবশ্যই কাজটা হবে।’, যোগ করলেন তিনি।
নড়াইলে জন্ম শান্তর, পরিবারের সঙ্গে বেড়ে উঠেছেন ঢাকায়। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।
মাঝে সিনেমার প্রস্তাব পেলেও এখনই সিনেমা করতে চান না। আপাতত টিভি নাটকেই প্রতিষ্ঠিত হতে চান শান্ত; এরপর ব্যাটে–বলে মিললে ওটিটিতে কাজ করবেন।
অভিনয়শিল্পীদের মধ্যে অপি করিম, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপূর্ব, আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর কাজ ভালো লাগে বলে জানান শান্ত।