পানিতে ডুবে মৃত্যু | প্রতীকী ছবি

প্রতিনিধি বাঘা: রাজশাহীর বাঘায় বিয়েবাড়িতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর আজ সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্ব দিকে লক্ষ্মীনগর এলাকা থেকে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করেন।

শিশুটির নাম জান্নাতী খাতুন (৯)। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলা বাজার চর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলার পদ্মা নদীর চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া মানিকের চর (মসজিদের ঘাটে) এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ওই দুই শিশু নিখোঁজ হয়। নিখোঁজ আরেক শিশুর নাম ঝিলিক খাতুন (১০)। সে চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবু সামা বলেন, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তারা গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালায়। রাত হয়ে গেলে নিখোঁজ শিশুদের পরিবারের অনুমতি নিয়ে অভিযান স্থগিত করা হয়। আজ সকালে পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে লক্ষ্মীনগর এলাকায় পদ্মা নদী থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অপর শিশুটির লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি।

বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চরের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহমান জানান, ওই দুই শিশু আত্মীয়ের বাসায় বিয়ের অনুষ্ঠানে এসেছিল। নদীতে ডুবে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও চারঘাট নৌ পুলিশে খবর দেওয়া হয়।