গ্রেপ্তার সেলিম রেজা | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুন্দরী তরুণীদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও দেখিয়ে প্রতারণা ও মোটা অঙ্কের অর্থ আদায় করতেন সেলিম রেজা নামে এক যুবক। চারদিন আগে প্রতারণার শিকার ঢাকার এক তরুণী বিয়ের দাবিতে সেলিমের বাড়িতে অনশন করলে তার সব অপকর্ম ফাঁস হয়ে যায়।
এরআগে বুধবার দুপুরে সেলিমকে গ্রেপ্তার করেছেন র্যাব-১২। র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
সেলিম উপজেলার সদরের মুশুড়িয়াপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক জানান, প্রতারক সেলিম রেজা বিভিন্ন সময় একাধিক নামে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মেয়েদের টার্গেট করে যোগাযোগ স্থাপন করত। পরে নানা ধরনের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী মেয়েদের সঙ্গে হোটেল, রেস্টুরেন্টে দেখা করে তাদের সঙ্গে রূদ্ধ ছবি এবং ভিডিও নিজ মোবাইলে ধারণ করে সংরক্ষণ করত। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে ওইসব তরুণীকে বিভিন্ন আবাসিক হোটেলে ডেকে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করত এবং টাকা দাবি করত।