ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন গালিবুর রহমান শরীফ ও গোলাম ফারুক প্রিন্স এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন  

প্রতিনিধি ঈশ্বরদী: ঈশ্বরদীতে মহান মুক্তিযুদ্ধের প্রথম রণাঙ্গন ঐতিহাসিক মাধপুর দিবস শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

প্রতিবারের মতো এবারও দিনটিকে স্মরণ করে সম্মুখযুদ্ধে শহীদদের সম্মান জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, পতাকা উত্তোলন ও আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, পাবনা সদর আসনের সংসদ গোলাম ফারুক প্রিন্স, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকাল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য রোকনুজ্জামান শিহাব, সাহাপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক কোহিদুল ইসলাম কুদ্দুস, সাহাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি খায়রুজ্জামান দিপু এবং সাধারণ সম্পাদক সুমন আলী ফকির প্রমুখ।

১৯৭১ সালের ২৯ মার্চ পাবনা ও ঈশ্বরদীর সীমান্তবর্তী মাধপুর নামক বটতলায় প্রথম প্রতিরোধ যুদ্ধে পাকিস্তানি সেনাদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে ১৭ জন যোদ্ধা শহীদ হন। এ সময় মাধপুর বটতলায় আরও ৫০ জন সাধারণ নিরীহ বাঙালি প্রাণ হারান।