গ্রেপ্তার | প্রতীকী ছবি |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব বলছে, গ্রেপ্তার আসামিরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। তাঁদের বয়স ১৬ থেকে ১৭ বছর।
এরআগে শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা সদরের রেলওয়ে স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। রোববার সকালে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
র্যাব পাবনা ক্যাম্পের অধিনায়ক মেজর মো. এহতেশামুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে কিশোর গ্যাংয়ের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, কিশোর গ্যাং গ্রুপের ওই সদস্যরা ঈশ্বরদী শহরের বিভিন্ন রাস্তাঘাট ও গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল বলে জানা গেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রফিকুল ইসলাম জানান, আটক কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলমান। এদের সবাইকে পাবনা আদালতে পাঠানো হবে।