পাকিস্তানের সড়কে সেনাসদস্যদের টহল | ফাইল ছবি: রয়টার্স
পদ্মা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানে সন্ত্রাসী হামলায় দেশটির অন্তত সাত সেনাসদস্য নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন ক্যাপ্টেন রয়েছেন।
শনিবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় সেনাবাহিনীর একটি নিরাপত্তাচৌকিতে এ হামলা হয়।
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এক বিবৃতিতে এ খবর জানায়। বিবৃতি অনুযায়ী ছয় সন্ত্রাসীর একটি দল এ হামলা চালায়। বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে নিরাপত্তাচৌকিতে ঢোকে তারা। এরপর এর বিস্ফোরণ ঘটায়।
হামলায় নিহত সাত সেনাসদস্যের মধ্যে একজন হাবিলদার, একজন নায়েক, তিনজন সিপাহী, একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন ক্যাপ্টেন।
আইএসপিআরেরর বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলির সময় এসব সেনাসদস্য নিহত হন।