রমজানে স্কুল ছুটির বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছে, তা আগামীকাল পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে | ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আজ সোমবার স্থগিত হয়নি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।
এ আদেশের ফলে আগামীকাল স্কুল বন্ধ থাকবে বলে মনে করছেন রিট আবেদনকারীর আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন বলেছেন, আগামীকাল শুনানির পর এ বিষয়ে বলা যাবে।
এমন পরিস্থিতিতে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান শিক্ষা বিভাগ থেকে পরবর্তী নির্দেশনা পেলে সে অনুযায়ী পদক্ষেপ নেবে।
গত ৮ ফেব্রুয়ারি এক আদেশে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল শিক্ষা বিভাগ। আর রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার ওই সিদ্ধান্ত স্থগিত করে রুলসহ আদেশ দেন। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আবেদনটি আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ এ আদেশ দেন।
এরপর বিভিন্ন বিদ্যালয় আগামীকাল ছুটির ঘোষণা দেয়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এক নির্দেশনায় বলেছে, আগামীকাল তাদের ‘স্কুল শাখার’ শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা পাওয়ামাত্রই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
অভিভাবকদের কাছে পাঠানো বার্তায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। তবে কলেজের একাদশ শ্রেণির পাঠদান যথারীতি চলবে। আদালতের নির্দেশনা পাওয়া সাপেক্ষে ছুটিসংক্রান্ত বিষয়ে আগামীকাল নোটিশের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, যেহেতু হাইকোর্টের দেওয়া আদেশ বলবৎ আছে, তাই আগামীকাল বিদ্যালয় খোলার বিষয়ে তারা কোনো নির্দেশনা দেবে না।