গুজরাট টাইটানসের বিপক্ষে ৩ উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা | আইপিএল |
খেলা ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে গতকাল অভিষেক হয়েছে হার্দিক পান্ডিয়ার। সেটি আবার গত দুই মৌসুমে যে দলকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই গুজরাট টাইটানসের বিপক্ষেই। অধিনায়ক হিসেবে মাঠে পান্ডিয়া প্রথম যে সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাস্কার-কেভিন পিটারসেনরা।
ম্যাচটা শেষ পর্যন্ত পান্ডিয়ার দল জেতেনি। গুজরাটের ১৬৮ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রানে থেমেছে মুম্বাই ইন্ডিয়ানস। এ নিয়ে আইপিএলে টানা ১২ মৌসুমে প্রথম ম্যাচে হারল দলটি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেন পান্ডিয়া। এরপর প্রথম ওভারেই বল হাতে তুলে নেন নিজে, যদিও আইপিএল ও ভারত জাতীয় দলে নতুন বলের নিয়মিত বোলার যশপ্রীত বুমরা ছিলেন একাদশে। পান্ডিয়া ম্যাচের শুরুটাই করেন ঋদ্ধিমান সাহার কাছে বাউন্ডারি খেয়ে। পরে শুবমান গিলও চার মারলে প্রথম ওভারে ১১ রান দেন তিনি। পরের ওভারে দেন আরও ৯ রান। ফলে পান্ডিয়ার করা প্রথম ২ ওভার থেকেই গুজরাট পায় ২০ রান।
এ সময় ধারাভাষ্যে থাকা সাবেক ইংল্যান্ড অধিনায়ক পিটারসেন বলেন, ‘বুমরাকে দিয়ে বোলিং ওপেন করানো হলো না কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না।’ পিটারসেনের সঙ্গে ছিলেন সুনীল গাভাস্কার। ভারতীয় কিংবদন্তি তাঁকে সমর্থন দিয়ে বলেন, ‘খুব ভালো প্রশ্ন। খুব, খুবই ভালো প্রশ্ন।’ ভারতের আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠানও এ নিয়ে এক্সে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘বুমরা কোথায়?’
বুমরাকে যে শুরুতেই দরকার ছিল, সেটি প্রমাণ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। চতুর্থ ওভারে আক্রমণে এসেই ঘণ্টায় ১৪০.৬ কিলোমিটার গতির ইয়র্কার ডেলিভারিতে তিনি ঋদ্ধিমানকে বোল্ড করেন। বুমরা পরে আউট করেন সাই সুদর্শন ও ডেভিড মিলারকে। সব মিলিয়ে ৪ ওভার বল করে ৩ উইকেট নেন মাত্র ১৪ রানে। আর পান্ডিয়া ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য।
ম্যাচটা পান্ডিয়ার জন্য হতাশায় শেষ হয়েছে ব্যাটিংয়েও। শেষ ওভারে মুম্বাইয়ের
প্রয়োজন ছিল ১৯ রান, উমেশ যাদবের প্রথম ২ বলে ১০ রান তুলে সমীকরণটা সহজ
করে এনেছিলেন পান্ডিয়া। কিন্তু তৃতীয় বলে তিনি ক্যাচ তুলে আউট হওয়ার পর সে
সমীকরণ আর মেলাতে পারেনি মুম্বাই। আর ম্যাচের শুরুতে মাঠে নামার পর তো
নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারি থেকে দুয়োই শুনেছেন। গত বছরও এই মাঠের
দল গুজরাটকে নেতৃত্ব দেওয়া পান্ডিয়া বছরের শেষ দিকে মুম্বাইয়ে চলে যান।