বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) |
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গত ফেব্রুয়ারি মাসে ১৫৯ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। একই সময় বিজিবির অভিযানে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ১২১ জনকে।
শুক্রবার বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, চোরাই পণ্য জব্দ ও চোরাকারবারিদের আটক ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বিজিবি ৩২৭ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় ও ৪৩৫ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে।
বিজিবি জানিয়েছে, জব্দ চোরাই পণ্যের মধ্যে ৪ কেজি ৩৩৫ গ্রাম সোনা, ১০ কেজি রুপা, ২ লাখ ৬২ হাজার ৬৮১টি প্রসাধনী, ৪ হাজার ১৮৮টি গয়না, ২১ হাজার ৭টি শাড়ি, ৬ হাজার ৫৩৪ ঘনফুট কাঠ, ২ হাজার ৬১২ কেজি চা–পাতা, ৪০ হাজার ৬৩৫ কেজি কয়লা, দুটি কষ্টিপাথরের মূর্তি, ৬টি ট্রাক, দুটি কাভার্ড ভ্যান, ১টি বাস, ৪টি পিকআপ, ১টি প্রাইভেটকার, ৩৩টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেল।
বিজিবি এসব অভিযানে ৩টি পিস্তল, ১টি রাইফেল, ৫টি এসএমজি, ৪টি রিভলবার, ৯টি বন্দুক, ১৯টি ম্যাগাজিন, ৪ হাজার ১০ কেজি গানপাউডার, ১৬টি হ্যান্ড গ্রেনেড ও ১ হাজার ১১ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে।