সারিবদ্ধভাবে পরীক্ষার হলে প্রবেশ করছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হয়েছে। এরপর বেলা ১টা থেকে ২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে। এর আগে আজ সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সি ইউনিটের অ-বিজ্ঞান গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ বি ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষায় ৩২ হাজার ৬১৪ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। চলতি শিক্ষাবর্ষে বি ইউনিটে আসন রয়েছে ৫১৫। এ হিসাবে বি ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩ জন। এই ইউনিটে কোটাসহ প্রথম শিফটে ১৫ হাজার ৬২৫ জন ও দ্বিতীয় শিফটে ১৮ হাজার ৯১৬ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। বি ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আছে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি ৪টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ভিড়। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

বি ইউনিটের ভর্তি পরীক্ষার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা সকাল ১০টা থেকেই নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। ভর্তি পরীক্ষা নিয়ে আজ বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার ডিনস কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

এবার তিনটি ইউনিটে কোটা বাদে ৩ হাজার ৯০৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৩ হাজার ১১৭টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। ২৫ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ভর্তি চলবে আগামী ১০ মে থেকে ২০ জুন পর্যন্ত। আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু। ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।