পাবনায় পাটের গুদাম ও তেলের মিলে আগুন

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি সাঁথিয়া: পাবনার সাঁথিয়া বনগ্রামে দুটি পাটের গুদাম ও একটি তেলের মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।  রোববার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে তেলের মিল থেকে আগুনের সূত্রপাত হয়। মিলের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে পাশের দুটি পাটের গুদামে ছড়িয়ে পড়লে আগুনের কুণ্ডলী তৈরি হয়। এতে প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ভুক্তভোগী বিমল সাহা জানান, তার গুদামে ৫০০ মন ও রুবেলের গুদামে এক হাজার মন পাট ছিল। এ ছাড়া জহুরুলের তেলের মিলে কয়েক শ লিটার সরিষার তেল ও সরিষা ছিল। 

সাঁথিয়ার বনগ্রাম বাজারে রোববার আগুনে পুড়ছে তেলের মিল ও পাটের গুদাম  | ছবি: পদ্মা ট্রিবিউন

তেলের মিলের কর্মচারী সাহেব আলী বলেন, ‘প্রথমে মিল ঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুন লাগে। পরে তা এক এক করে পাশে দুটি পাটের গুদামে ছড়িয়ে পড়ে।’

পাবনা ফায়ার সার্ভিসের উপপরিচালক জাহিদ হোসেন বলেন, ‘আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। এ পর্যন্ত কী পরিমাণ ক্ষতি হয়েছে পরিমাপ করতে পারিনি।’