ঈশ্বরদীতে আজ থেকে ৬০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে


গ্যাস সরবরাহ |  প্রতীকী ছবি

প্রতিনিধি ঈশ্বরদী: আজ বৃহস্পতিবার রাত থেকে পাবনার ঈশ্বরদী উপজেলায় পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) পাইপলাইনে গ্যাস সঞ্চালন লাইনে কারিগরি কাজের জন্য (হুকআপ) এ ঘোষণা দেওয়া হয়েছে।

এ ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টার পর্যন্ত ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পেট্রোবাংলার প্রতিষ্ঠান পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান পাটওয়ারী বলেন, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় জিটিসিএলের পাইপলাইনে গ্যাসের সঞ্চালন লাইনে কারিগরি কাজ চলবে। এতে ঈশ্বরদী উপজেলার পাইপলাইনে গ্যাস সরবরাহ করা আবাসিক, বাণিজ্যিক, শিল্পকারখানা, সিএনজি স্টেশন ছাড়াও সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পিজিসিএলের উপমহাব্যবস্থাপক (বিক্রয় বিভাগ) দেবদীপ বড়ুয়া বলেন, জিটিসিএলের সঞ্চালন লাইনে কারিগরি কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ঈশ্বরদী অঞ্চলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।