ভোট দিলেন গালিবুর রহমান শরীফ

 

বাক্সে ব্যালট পেপার ফেলছেন গালিবুর রহমান শরীফ | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী গালিবুর রহমান শরীফ ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রোববার সকাল ৮ টায় ভোট শুরুর পর কেন্দ্রে গিয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় বিজয় সূচক 'ভি' চিহ্ন দেখান।  পরে ভোট শেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, কথা বলেন মিডিয়ার সঙ্গেও।

বিজয় সূচক 'ভি' চিহ্ন দেখান গালিবুর রহমান শরীফ | ছবি: পদ্মা ট্রিবিউন

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গালিবুর রহমান শরীফের আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) মোট ভোটার রয়েছে ৪ লাখ ১০ হাজার ২৩১ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩ হাজার ৪২৮ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন। এ আসনে ১২৯টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে।

পাবনা—৪ আসনের প্রার্থীরা হলেন তিনি বাদেও আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস (ঈগল), জাতীয় পার্টি থেকে রেজাউল করিম খোকন (লাঙল), কৃষক শ্রমিক জনতা লীগ থেকে আতাউল হাসান (গামছা),জাসদের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (মশাল) ও ন্যাশনাল পিপলস পার্টির মনছুর রহমান (আম)।