পাবনা-৪ আসনে নিজের প্রচার নিজেই করছেন গামছার প্রার্থী

প্রার্থী হয়েও নিজের বক্তব্য নিজ কণ্ঠে রেকর্ড করে অটোরিকশা নিয়ে প্রচার করছেন আতাউল হাসান। সম্প্রতি ঈশ্বরদীতে বাজার এলাকায়  | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগ দলের হয়ে গামছা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আতাউল হাসান। নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র দুই দিন বাকি। এখন প্রার্থী হয়েও নিজের বক্তব্য নিজ কণ্ঠে রেকর্ড করে অটোরিকশা নিয়ে প্রচার করছেন আতাউল হাসান।

আতাউল হাসান বলেন, ‘আমার যা বলার আছে, দরকার মনে করেছি, তা স্বকণ্ঠে রেকর্ড করে নির্বাচনী মাইকিংয়ে প্রতিদিন প্রচার করছি। মানুষজন আমার বক্তব্য শুনছেন। অনেকে আমার নির্বাচনী প্রচারের অটোরিকশার কাছে এসে আমাকে দেখতে পেয়ে অবাক হয়ে যান। আমার সঙ্গে কথা বলেন। এতে আমি সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে সাহস পাই।’

পাবনা-৪ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত গালিবুর রহমান শরীফ (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস (ঈগল), জাতীয় পার্টি থেকে রেজাউল করিম খোকন (লাঙল), কৃষক শ্রমিক জনতা লীগ থেকে আতাউল হাসান (গামছা),জাসদের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (মশাল) ও ন্যাশনাল পিপলস পার্টির মনছুর রহমান (আম)। তাঁদের মধ্যে ব্যতিক্রম আতাউল হাসান।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে এই প্রার্থী বলেন, ‘আপাতত কেন্দ্র থেকে কিছু অর্থসহায়তা ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে কিছু অনুদান পেয়েছি। একজন শুভাকাঙ্ক্ষী ছোট পোস্টার দিয়েছেন; কয়েক হাজার বড় পোস্টারও পেয়েছি। ২৭ ডিসেম্বর থেকে স্বকণ্ঠে ধারণ করা বক্তব্য মাইকিং করছি। কয়েকটি অটোরিকশা ও রিকশায় আমার প্রচারণা চলছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী আমি কাজ করছি।’

নির্বাচনের ফলাফল নিয়ে চিন্তিত নন আতাউল হাসান। তিনি বলেন, তিনি হয়তো কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন না। তবে তিনি এলাকার ভোটারদের জানাতে চান, শুধু বড় দল নয়; ছোট দলের মানুষও তাঁদের কথা ভাবেন। বিপদে-আপদে, সুখে-দুঃখে তাঁদের পাশে থাকতে চান। নিজের সীমিত সামর্থ্য নিয়ে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। সাফল্য এবার না হোক অন্য কোনো নির্বাচনে আসবে।

স্বকণ্ঠে প্রচারিত মাইকিংয়ে আতাউল হাসান সাধারণ ভোটারদের বিভিন্ন বিষয়ে আকর্ষণ করছেন। গণতন্ত্রবোধের অভাবের কারণে সাধারণ মানুষ রাষ্ট্র ও রাজনীতি থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন বলে প্রচার করছেন তিনি। সমৃদ্ধ ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলা ও শক্তিশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গামছা মার্কায় ভোট চাচ্ছেন আতাউল হাসান। তাঁর প্রচারকাজে তিন-চারজন রাজনৈতিক সতীর্থ তাঁর সঙ্গে থাকেন।

ঈশ্বরদী শহরের ব্যবসায়ী মান্নান বলেন, ‘আমার কাছে এবার অনেকেই ভোট চেয়েছেন, কৃষক শ্রমিক জনতা লীগের আতাউল হাসান তাঁদের মধ্যে একজন। ভোটের ফলাফল কী হবে জানা নেই। কিন্তু আতাউল হাসানের স্বকণ্ঠে ধারণ করা বক্তব্য আমি আরও অনেকের মতো মনোযোগ দিয়ে শুনেছি। বক্তব্য ভেবে দেখার মতো।’