দুর্বৃত্তের আগুনে পুড়ছে খড়ের গাদা। শুক্রবার রাতে হাকিমপুর উপজেলার ৩ নম্বর আলীহাট ইউনিয়নের বিকাবি হাঁড়িপাড়া গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি বিরামপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৯টি খড়ের গাদা। গতকাল শুক্রবার রাতে হাকিমপুর উপজেলার ৩ নম্বর আলীহাট ইউনিয়নের বিকাবি হাঁড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ২০১৪ সালেও জাতীয় সংসদ নির্বাচনের আগে এখানে খড়ের গাদায় আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।
আলীহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সুফিয়ান বলেন, গতকাল রাত সোয়া ১০টার দিকে দুর্বৃত্তরা গ্রামের ৯টি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। গ্রামের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে হাকিমপুর ও ঘোড়াঘাট ফায়ার সার্ভিস এবং পরে নবাবগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতবারের তুলনায় এবার নির্বাচনে বিকাবি গ্রামে নৌকা প্রতীকের সমর্থক অনেক বেড়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে জাতীয় নির্বাচন বানচাল করতে আগুন–সন্ত্রাসের সঙ্গে জড়িতরা গ্রামে আগুন দিয়েছে বলে তাঁর ধারণা।
গ্রামের বাসিন্দা ও আগুনে ক্ষতিগ্রস্ত আসমান হোসেন বলেন, ‘আমার বাড়ির খুলিতে ছয় বিঘা জমির ধানের শুকনা খড় ছিল। রাতে প্রতিবেশী জহুরুল ভাইয়ের খড়ের গাদায় আগুন লাগে। পরে সেখান থেকে আমার খড়ের গাদায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখি। এতে সব খড় পুড়ে গেছে। এখন আমি গরু-বাছুরকে কী খাওয়াব? আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল।’
হাকিমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গতকাল রাতে খড়ের গাদায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১১টা থেকে ৪ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ৯টি খড়ের গাদায় পুড়ে যাওয়ায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগুনে পোড়া খড় আলাদা করছেন ক্ষতিগ্রস্ত লোকজন। শনিবার সকালে হাকিমপুর উপজেলার ৩ নম্বর আলীহাট ইউনিয়নের বিকাবি হাঁড়িপাড়া গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন |
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগেও একই গ্রামে খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন দিয়েছিল বলে তিনি শুনেছেন। দুই বছর আগেও ওই গ্রামের চারটি খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। দুর্বৃত্তদের শনাক্ত করতে তদন্তকাজ চলছে। তদন্তে কেউ দোষী শনাক্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।