মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাঙালি পাঠকের কাছে তো বটেই, ভিনদেশি পাঠকের কাছেও অনন্য হয়ে আছেন। বাংলা সাহিত্যের খ্যাতিমান এই কবির জন্ম যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে। এ বছর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মের ২০০ বছর পূর্ণ হলো। প্রতিবছর সাগরদাঁড়িতে সাড়ম্বরে কবির জন্মজয়ন্তী উদ্‌যাপিত হয়। কবির ২০০তম জন্মবার্ষিকী উদ্‌যাপনে যশোর জেলা প্রশাসনের আয়োজনে ১৯ জানুয়ারি শুরু হয়েছে মধুমেলা। এই মেলা আজ শনিবার শেষ হবে। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা

কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, যার নাম এখন মধুপল্লি

মাইকেল মধুসূদন দত্তের জন্ম ১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের এই বাড়িতেই | ছবি: পদ্মা ট্রিবিউন

মধুমেলায় কূপের ভেতর মোটরসাইকেল নিয়ে কসরত দেখাচ্ছেন এই ব্যক্তি

একই কূপের ভেতর প্রাইভেট কার নিয়ে কসরত। ওপরে দাঁড়িয়ে তা উপভোগ করছেন দর্শক

বড়, মাঝারি, ছোট—সব রকম মিষ্টি আছে এই মেলায়

সন্তানের জন্য পুতুল দেখছেন এই দম্পতি

ব্যান্ড, ক্লিপ, ফিতাসহ মেয়েদের বাহারি পণ্যের দোকানে শিশু ও তরুণীদের ভিড়

মেলায় সার্কাসে কসরত দেখাচ্ছেন একজন

মেলায় রাখা হয়েছে বিশাল নৌকাসদৃশ্য দোলনা