হাসপাতালে চিকিৎসাধীন জাপার প্রার্থী নুরুল ইসলাম | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সংসদ সদস্য নুরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সড়কের পাশে গাড়ির মধ্যে বসে ছিলেন জাপার প্রার্থী নুরুল ইসলাম। দাঁড়িয়ে থাকা ওই গাড়িতে চালভর্তি একটি ট্রাক ধাক্কা দিলে তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সংসদ সদস্যের একান্ত সহকারী (পিএ) সাঈদ হোসেন বলেন, বিকেলে দুপচাঁচিয়া থেকে আদমদীঘি উপজেলায় যাওয়ার জন্য রওনা দেন সংসদ সদস্য নুরুল ইসলাম। পথে দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সামনে সড়কের পাশে গাড়ি থামিয়েছিলেন। তখন একটি ট্রাক এসে তাঁর গাড়িতে সজোর ধাক্কা দেয়। এতে গাড়ি দুমড়ে–মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করেন। তিনি দাবি করেন, সংসদ সদস্যকে হত্যার উদ্দেশ্যে ট্রাক দিয়ে এ হামলা করা হয়। বিষয়টি নির্বাচন কমিশনসহ প্রশাসনকে জানানো হয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চক্রবর্তী বলেন, তাঁকে হত্যার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে, বিষয়টি এমন নয়। চালভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িতে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি।