হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের ইটভাটা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর (কাঁচি প্রতীক) মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা সড়কে বাঁশ ও কলাগাছ ফেলে অবরোধ করেন। প্রায় ৪০ মিনিট ওই সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে পুলিশ-বিজিবি ঘটনাস্থলে পৌঁছে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার অবরোধ তুলে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের উপজেলার জামালগঞ্জ পাঁচমাথা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টির মো. আবু সাঈদ (আম),  জাতীয় সমাজতান্ত্রিক দলের আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন (মশাল), বাংলাদেশ কংগ্রেসের মো. নয়ন (ডাব),  জাতীয় পার্টির আবু সাঈদ নুরুল্লাহ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী (কাঁচি), আবদুর রাজ্জাক সরদার (ঈগল) ও আতোয়ার রহমান মণ্ডল (ট্রাক)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে ক্ষেতলাল চৌমুহনী বাজারে কাঁচি প্রতীকের পথসভা ছিল। আক্কেলপুর উপজেলার কয়েকটি গ্রামের কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা ভ্যানযোগে মিছিল নিয়ে ওই পথসভায় যোগদান করতে যাচ্ছিলেন। মিছিলটি বিকেল চারটার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জামালগঞ্জ পাঁচমাথা সড়কের মোড়ে পৌঁছালে নৌকার কর্মী-সমর্থকেরা হামলা করেন। হামলায় কাঁচি প্রতীকের ৩-৪ জন কর্মী-সমর্থক আহত হন। এ সময় ফাঁকা গুলির শব্দ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হামলার প্রতিবাদে কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা জয়পুরহাট-আক্কেলপুর সড়কের ইটভাটার সামনে বাঁশ ও কলাগাছ ফেলে সড়কের ওপর বসে পড়েন। এ সময় প্রায় ৪০ মিনিট সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। পুলিশ-বিজিবি আসার পর হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা সড়কের অবরোধ তুলে নেন।

রুকিন্দীপুর ইউপির সদস্য বিপুল চন্দ্র ঘোষ কাঁচি প্রতীকের মিছিলে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমানসহ ১০০-১৫০ জন রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুপুরের খাওয়াদাওয়া করেন। এরপর তাঁরা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে যাচ্ছিলেন। এ সময় কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা মিছিল নিয়ে ভ্যানযোগে যাওয়ার সময় তাঁদের ওপর ইটপাটকেল ছোড়েন। এতে তাঁদের কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, কাঁচি প্রতীকের মিছিলে হামলা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা সড়ক অবরোধ করেছিল। পুলিশ যাওয়ার পর কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা সড়কের অবরোধ তুলে নিয়েছেন।