বগুড়া-৬ আসনের নৌকা ও ঈগলের প্রার্থীকে শোকজ নোটিশ

বগুড়া–৬ আসনের নৌকার প্রার্থী রাগেবুল আহসান (বাঁয়ে) ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ | ফাইল ছবি

প্রতিনিধি বগুড়া: সড়কের ওপর জনসভা করায় বগুড়া-৬ (সদর) আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য রাগেবুল আহসানকে নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এ ছাড়া ভোটারদের মধ্যে টাকা ছড়ানোর অভিযোগে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ ও তাঁর ছোট ভাই বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহম্মেদকেও নোটিশ দিয়ে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বগুড়া-৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) মো. জাহিদুল ইসলাম বুধবার এ নোটিশ জারি করেন। ওই তিনজনকে বৃহস্পতিবার সশরীর হাজির হয়ে বা প্রতিনিধির মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নৌকার প্রার্থী রাগেবুল আহসানকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে, গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের কারমাইকেল সড়কের খান্দার মোড়ে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে নৌকার পক্ষে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। সড়কের ওপর নির্বাচনী সমাবেশের ভিডিও ও ছবি অনুসন্ধান কমিটির হাতে এসেছে। এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০০৮-এর ১৪(১)(২) নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে আরও বলা হয়, ‘কেন আপনার (রাগেবুল) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না, তা ৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টার মধ্যে অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে (আদালত) সশরীর অথবা প্রতিনিধি পাঠিয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ প্রদান করা হলো।’

অপর দিকে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ ও তাঁর ছোট ভাই সৈয়দ সার্জিল আহম্মেদকে দেওয়া নোটিশে বলা হয়েছে, মঙ্গলবার বগুড়া শহরের আটাপাড়া এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়ে কিছু ভোটারের মধ্যে অর্থ ছড়ানো হয়। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কেন বিধিগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, তা বৃহস্পতিবার সকাল ১০টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

এ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা ও ঈগলের প্রার্থী ছাড়া অন্যরা হলেন স্বতন্ত্র প্রার্থী  আবদুল মান্নান (ট্রাক), জাকের পার্টির ফয়সাল বিন শফিক (গোলাপ ফুল), জাতীয় পার্টির আজিজ আহম্মেদ (লাঙ্গল) এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শহিদুল ইসলাম (আম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।