ককটেল বিস্ফোরণ | প্রতীকী ছবি |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে ভোট শুরুর আগে একটি কেন্দ্রের বাইরে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।
রোববার ভোট শুরুর আগে সকাল সাড়ে ৭টায় শহরের সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের বাইরে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে বাবুপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি জড়ো হয়। কিছুক্ষণ পর সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে ককটেলের বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি করতে থাকেন নিজেদের আশ্রয়ে। খবর পেয়ে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ ঘটনার পর সর্তকতা বাড়নো হয়েছে জানিয়ে বলেন, অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এতে ভোটগ্রহণে কোনো সমস্যা হচ্ছে না।