ঈশ্বরদীতে নৌকার পক্ষে ভোট চেয়ে মাঠে বঙ্গবন্ধু পরিষদ

পাবনা-৪ আসনের নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফের পক্ষে গণসংযোগে অংশ নেন বঙ্গবন্ধু পরিষদের নেতারা। বৃহস্পতিবার সকালে হরিজন কলোনিতে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নৌকার পক্ষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছে বঙ্গবন্ধু পরিষদ। পাবনা-৪ আসনে নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার সকালে শহরের রেলগেট, হরিজন কলোনি ও ঈশ্বরদী বাজার এলাকায় ভোটারদের কাছে গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন তারা। পাশাপাশি কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ায়ও আহ্বান জানান। 

সংগঠন সূত্রে জানা যায়, আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসতে সহায়তা করবে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় গালিবুর রহমান শরীফের জয় করতে প্রচার প্রচারণা, পোস্টার লাগানো, ব্যানার, লিফটের বিতরণ, করছে। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ পৌঁছে দিচ্ছে। পাশাপাশি শেখ হাসিনা ও গালিবের সালাম পৌঁছে দিয়ে নৌকায় ভোট চাচ্ছে। 

গালিবুর রহমান শরীফের পক্ষে ভোট চেয়ে গণসংযোগে অংশ নেন ড. মো. কামরুজ্জামান | ছবি: পদ্মা ট্রিবিউন

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন তুহিনের নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ড. মো. কামরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী উপজেলা কমিটির আহবায়ক অধ্যাপক উদয় নাথ লাহেড়ী, সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ আইনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস দারা, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান চঞ্চল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা প্রমুখ।