কলেজ কর্তৃপক্ষের কাছে বাস দুটি হস্তান্তর করছেন অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি পাবনা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছাস্বরূপ দুটি বাস উপহার দিয়েছেন।
বুধবার দুপুরে কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বাস হস্তান্তর করেন রাষ্ট্রপতির ছেলে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য আরশাদ আদনান রনি।
প্রধান অতিথির বক্তব্যে আরশাদ আদনান বলেন, ‘বাবা এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। তবে শুধু এই প্রতিষ্ঠান নয়, পুরো পাবনা নিয়ে তিনি ভাবছেন। পাবনাকে তিনি আধুনিক, যুগোপযোগী ও টেকসই উন্নয়নের রোল মডেলে পরিণত করতে চান।’
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. মো. মাহবুব সরফরাজের সভাপতিত্বে বাস হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা কলেজের অধ্যক্ষ ড. মাহবুব সরফরাজের হাতে বাস দুটির চাবি ও কাগজপত্র তুলে দেন। পরে ফিতা কেটে বাস দুটি হস্তান্তর করা হয়।