পূর্বাচলে শহীদ ময়েজ উদ্দিন চত্বরের পাশের মাঠে ইয়ামাহা রাইডার্স ক্লাব ৩৭৫টি বাইক দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করে। ঢাকা, ১৫ ডিসেম্বর | ছবি: আয়োজকদের সৌজন্যে |
নিজস্ব প্রতিবেদক: হিম হিম শীতের সকাল। তারপরও রাজধানীর ৩০০ ফিট সড়কটি আজ শুক্রবার সকাল থেকেই বাইকারদের আনাগোনায় মুখর হয়ে ওঠে। তবে এ বাইকগুলো ঢাকার রাস্তায় দাপিয়ে বেড়ানো অন্য বাইকগুলোর চেয়ে সাজে একটু আলাদা। প্রায় সব বাইকের সামনেই লাল-সবুজের পতাকা বাঁধা। আরেকটি বিষয়ে মিল ছিল, আগত সবার বাইকই জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ‘ইয়ামাহা’। সবার গন্তব্য পূর্বাচলের শহীদ ময়েজ উদ্দিন চত্বরের পাশের মাঠ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইয়ামাহা বাইকগুলো একে একে জড়ো হয় মাঠের চারপাশে। এখানেই ভিন্ন রকম এক আয়োজনের উদ্যোগ নিয়েছিল ইয়ামাহা রাইডার্স ক্লাব।
এসিআই মটরস লিমিটেডের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক (ইয়ামাহা) মো. ওহিদুল আলম মামুন বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে ইয়ামাহা রাইডার্স ক্লাব ব্যতিক্রম এই আয়োজন করেছে। ওয়াইআরসি ঢাকা ৩৭৫টি বাইক দিয়ে বাংলাদেশের মানচিত্র গড়েছে। এটাই বাংলাদেশে প্রথম কোনো বাইকিং কমিউনিটি, যাঁরা বাইক দিয়ে বাংলাদেশের মানচিত্র বানিয়েছেন। দেশের বাইকারদের বৃহত্তম সংগঠন “ইয়ামাহা রাইডার্স ক্লাব” বাইকারদের নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। মহান বিজয় দিবসে তরুণ বাইকারদের মধ্যে মুক্তিযুদ্ধের অবদান তুলে ধরার জন্য বাইক দিয়ে বাংলাদেশে মানচিত্র গড়ার এ আয়োজন করেছি আমরা। দক্ষিণ এশিয়ার মধ্যে এমন আয়োজন আর হয়নি। এ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে দেশকে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে চেয়েছি আমরা।’
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাসসহ ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারা।
ঢাকার ছয়টি ইয়ামাহা রাইডার্স ক্লাব এ আয়োজনে অংশ নেওয়ার জন্য পুরো শহর থেকে হাজির হয়েছিল। ক্লাবের অ্যাডমিন এ কে এম ইমন বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে দেশের প্রতি ভালোবাসা প্রদর্শনস্বরূপ আমার বাইক দিয়ে মানচিত্র অঙ্কন অনুষ্ঠানে অংশ নিতে এসেছি। এর মাধ্যমে আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই।’
ইয়ামাহা রাইডার্স ক্লাব, পল্টনের অ্যাডমিন অনন্ত জান্নাত জানান, ‘আমরা মুক্তিযুদ্ধ দেখিনি। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন করার জন্য যাঁর যাঁর অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল মুক্তিকামী বাঙালিরা। আমাদের প্রজন্মের উচিত শহীদদের প্রতি নিজের অবস্থান থেকে ভালোবাসা দেখানো। সেই ভালোবাসা থেকেই মহান বিজয় দিবস সামনে রেখে বিজয়ের উল্লাসেই আমাদের আজকের এ আয়োজন।’
২০১৮ সালে ইয়ামাহা রাইডার্স ক্লাব গঠিত হয়। মূলত দেশের ইয়ামাহা বাইকচালকেরা নিজেদের উদ্যোগে এই ক্লাব গঠন করেন। সামাজিক মাধ্যমে পেজ ও গ্রুপের মাধ্যমে ক্লাবের কার্যক্রম পরিচালিত হয়। ক্লাবের কার্যক্রম সম্পর্কে এর অন্যতম সদস্য এ কে এম ইকবাল মাহমুদ বলেন, ‘ইয়ামাহা রাইডার্স ক্লাব সামাজিক উদ্যোগে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। কোভিডবিষয়ক সচেতনতা, ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস, নারীদের বাইক চালাতে উৎসাহিত করা, বাস ও ট্রাকচালকদের ফুল দিয়ে ভালোবাসা জানানোসহ বিভিন্ন কার্যক্রম করে থাকে।’
ইয়ামাহা রাইডার্স ক্লাব মূলত সদস্যদের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়। পাশাপাশি তাদের বিভিন্ন কার্যক্রমে এসিআই মটরসও সহায়তা করে থাকে।