ফার্মগেটে ককটেল বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহী একজনের মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায় | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তাসহ দুজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দুজন হলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ইমদাদুল হক খান ও তাঁর ভাতিজা নাজমুস সাদাত।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, আজ শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ফার্মগেটে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেলে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এদিকে আহত নাজমুস সাদাত বলেন, তাঁর চাচা ইমদাদুল হক খান বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে কর্মরত। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। চাচার বাসা মোহাম্মদপুরে। তিনি এবং তাঁর চাচা মোটরসাইকেলে করে কারওয়ান বাজার থেকে মোহাম্মদপুরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ফার্মগেট মোড়ে পৌঁছালে হঠাৎ করে দুর্বৃত্তরা ককটেল ছোড়ে।