নৌকার লিফলেট নিয়ে ভোটারের কাছে সাকিব

মাগুরা–১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা শহরের বিভিন্ন এলাকায় গলসংযোগ করেন | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি মাগুরা: মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান নৌকার লিফলেট নিয়ে মানুষের কাছে গিয়ে ভোট চাইছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন তিনি। এর আগে দুপুরে বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রায় অংশ নেন তিনি।

গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় নির্বাচনী কার্যালয় থেকে হেঁটে প্রচারে নামেন সাকিব। সেখান থেকে হাবিবুর রহমান সড়ক হয়ে সৈয়দ আতর আলী সড়কের বিভিন্ন দোকান ও বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করে নিজের জন্য ভোট চান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কর্মী-সমর্থকসহ ক্রিকেটার নাজমুল ইসলাম ও রুবেল হোসেন।

বিজয় দিবসের আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে সাকিব আল হাসান বলেন, ‘আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যাঁর যাঁর এলাকার কেন্দ্রে কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। নৌকা প্রতীককে বিজয়ী করে আনবেন। আমরা সবাই একসঙ্গে কাজ করে মাগুরার দুটি আসনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।’

গত সোমবার সকালে নৌকা প্রতীক পাওয়ার পর প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সেখান থেকে ফিরে এসে মাগুরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সৈয়দ আতর আলীর বাড়িতে যান সাকিব। যে বাড়িতে মাগুরা আওয়ামী লীগের জন্ম, মাগুরা শহরের ইসলামপুর পাড়ার সেই বাড়ি থেকেই সাকিব আনুষ্ঠানিকভাবে শুরু করেন তাঁর নির্বাচনী প্রচারণা। এরপর ওই দিন রাতে তিনি যান শ্রীপুরের প্রয়াত দুই আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী ও আকবর হোসেন মিয়ার বাড়িতে।