কেরানীগঞ্জে প্যাকেজিং কারখানায় আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পলাশপুর এলাকায় আগুনে পুড়েছে একটি প্যাকেজিং কারখানা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পলাশপুর এলাকায় আগুনে পুড়েছে একটি প্যাকেজিং কারখানা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, আমিন করপোরেশন নামের প্যাকেজিং কারখানায় চিপস, বিস্কুট-জাতীয় বিভিন্ন খাদ্যপণ্যের প্যাকেট তৈরি করা হতো। কারখানাটির আগুন রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কেরানীগঞ্জের সিনিয়র স্টেশন কর্মকর্তা কাজল মিয়া।

ফায়ার সার্ভিসের ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক এস এম শামসুদ্দোহা বলেন, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। পানিস্বল্পতার কারণে আগুন নেভাতে সমস্যা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। ঘটনাস্থলে উপস্থিত আছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল বিন করিম। তিনি বলেন, ‘আমাদের জানামতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।’