রাজশাহী বিভাগে নতুন ভোটার বেড়েছে ১৭ লাখ

নির্বাচন কমিশন

প্রতিনিধি রাজশাহী: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনে ভোটার বেড়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৫১ জন। বিভাগে এবার মোট ভোটার সংখ্যা এক কোটি ৫৪ লাখ ৭৩ হাজার ৩৪০ জন। যা একাদশ সংসদ নির্বাচন-২০১৮ তে ছিল এক কোটি ৩৭ লাখ ৫৭ হাজার ৮৮৯ জন।

রোববার রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দফতরটির তথ্যমতে, দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগে মোট নারী ভোটার ৭৭ লাখ ১৬ হাজার ৫৬৩ জন এবং পুরুষ ভোটার ৭৭ লাখ ৫৬ হাজার ৬৭৬ জন। এবার পুরুষ ভোটার বেশি। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০১ জন। সম্ভাব্য ৩৪ হাজার ৫৯টি ভোট কক্ষ ও পাঁচ হাজার ৪৩৬টি কেন্দ্রে এ বিভাগের ৩৯টি আসনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

একাদশ সংসদ নির্বাচনে মোট নারী ভোটার ছিলেন ৬৮ লাখ ৮২ হাজার ৭২৩ এবং পুরুষ ভোটার ছিলেন ৬৮ লাখ ৭৫ হাজার ১৬৬ জন। গত নির্বাচনে পুরুষদের চেয়ে নারী ভোটার বেশি ছিল।

রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৭৭ হাজার ৭৬১ জন। এর মধ্যে নারী ভোটার ১০ লাখ ৯২ হাজার ৯৫০ ও পুরুষ ভোটার ১০ লাখ ৮৪ হাজার ৭৯৩ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৮ জন।

জয়পুরহাট জেলার দুই সংসদীয় আসনে মোট ভোটার রয়েছেন সাত লাখ ৭৯ হাজার ২২০ জন। এর মধ্যে নারী ভোটার তিন লাখ ৯১ হাজার ৭৯৩ এবং পুরুষ ভোটার তিন লাখ ৮৭ হাজার ৪২১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ছয় জন।

বগুড়া জেলার সাত সংসদীয় আসনে মোট ভোটার ২৮ লাখ ৩২ হাজার ৫২০ জন। এর মধ্যে নারী ১৪ লাখ ২৪ হাজার ৬১৭ ও পুরুষ ১৪ লাখ ৭ হাজার ৮৭৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২৭ জন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিন সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৫৪ হাজার ৫৫৩ জন। নারী ভোটার রয়েছেন ৬ লাখ ৭০ হাজার ২৮৫ জন। পুরুষ ভোটার ৬ লাখ ৮৪ হাজার ২৬৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

নওগাঁর ছয় সংসদীয় আসনে মোট ভোটার ২২ লাখ ২১ হাজার ৯০৮ জন। এর মধ্যে নারী ১১ লাখ ১৩ হাজার ৭৪৯ ও পুরুষ ভোটার ১১ লাখ ৮ হাজার ১৪৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১১ জন।

নাটোর জেলার চার সংসদীয় আসনে মোট ভোটার ১৪ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন। এর মধ্যে নারী ৭ লাখ ৩০ হাজার ২২৬ ও পুরুষ ৭ লাখ ২৯ হাজার ৫৪৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।

সিরাজগঞ্জ জেলার ৬টি আসনে মোট ভোটার ২৫ লাখ ১৪ হাজার ১৩৪ জন। এর মধ্যে নারী ১২ লাখ ৩৯ হাজার ৮৫৮ জন ও পুরুষ ১২ লাখ ৭৪ হাজার ২৬০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন।

পাবনার পাঁচ সংসদীয় আসনে মোট ভোটার ২১ লাখ ৩৩ হাজার ৪৬০ জন। এর মধ্যে নারী ভোটার ১০ লাখ ৫৩ হাজার ৮৫ জন ও পুরুষ ১০ লাখ ৮০ হাজার ৩৬৩ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ জন।

এদিকে, এরইমধ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাড়া ভোট গ্রহণের সব সরঞ্জাম পৌঁছে গেছে রাজশাহী বিভাগের প্রতিটি জেলায়। প্রতীক চূড়ান্ত হওয়ার পর আসবে ভোট গ্রহণের ব্যালট পেপার।

তফসিল অনুযায়ী ৪ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই শেষে আগামী ১৭ ডিসেম্বর প্রত্যাহার ও ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দ পেলে প্রচারণায় নামবেন প্রার্থীরা।