পরিবহন মালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ রোববার পুলিশ সদর দপ্তরে | ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: অবরোধে মহাসড়কে চলাচলকারী যানবাহনের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার বিকেলে পুলিশ সদর দপ্তরে পরিবহন মালিক–শ্রমিকনেতাদের সঙ্গে এক সভায় এ কথা বলেন আইজিপি। পণ্য ও যাত্রীবাহী যানবাহন নিরাপদে চলাচল নিয়ে এ সভার আয়োজন করা হয়।

আইজিপি বলেন, বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর-অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ও সহিংস অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশপ্রধান বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা–সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে আমরা প্রস্তুত রয়েছি।’

এ সময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে মালিক ও শ্রমিকনেতাদের প্রতি আহ্বান জানান পুলিশপ্রধান। তিনি বলেন, অবরোধে মহাসড়কে চলাচলকারী যানবাহনের নিরাপত্তা দেওয়া হবে।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেন, ভয়ভীতি উপেক্ষা করে পরিবহন চলাচল সচল রাখার জন্য পরিবহন মালিক, শ্রমিক, যাত্রীসাধারণ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সড়কে পুলিশ ও র‍্যাবের টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর অনুরোধ জানান তিনি।

নাশকতা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় সংসদে বিরোধী দলের (জাতীয় পার্টি) চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ, মহাসচিব আবু রায়হানসহ শ্রমিকনেতারা সভায় উপস্থিত ছিলেন।