নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার | ছবি: সংগৃহীত

প্রতিনিধি নওগাঁ: নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার ওরফে টিপুসহ বিএনপির চার নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, হাপানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও শিকারপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে নওগাঁ পৌরসভাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি নাশকতার মামলা হয়। গ্রেপ্তার বিএনপির নেতা-কর্মীরা ওই মামলার আসামি।

ওসি বলেন, গ্রেপ্তার চারজনকে বৃহস্পতিবার সকালে আদালতে নেওয়া হয়। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।