ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নুরুজ্জামান বিশ্বাসসহ দলের নেতাকর্মীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস। উপজেলা আওয়ামী লীগ ও তাঁর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছেন।

এ উপলক্ষ্যে সোমবার সকালে পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, আতম শহিদুজ্জামান নাসিম, ঈশ্বরদী সরকারি কলেজ সাবেক ভিপি শহিদুল ইসলাম পাখি, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মেয়র ইছাহক আলী মালিথা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস দারা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল আলম বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় ও উপজেলা যুব মহিলালীগের সভাপতি মেরিনা ইয়াসমিন লাকীসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর নুরুজ্জামান বিশ্বাস বলেন, ‘সংবিধান অবিকৃত রেখে, সংবিধানে যেভাবে আছে সেভাবেই নির্বাচনে যেতে চায় আওয়ামী লীগ।’

আওয়ামী লীগের এই এমপি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথের বাধা সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষকে উপড়ে ফেলা হবে।’