জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বাস নিয়ে আনন্দ মিছিলে অংশ নিয়েছে শাখা ছাত্রলীগ। বুধবার সন্ধ্যায় কাজলায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় দলীয় কর্মসূচি ‘আনন্দ মিছিলে’ যোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বাস নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে পাঁচটি বাস নিয়ে নগরের আলুপট্টি এলাকায় কর্মসূচিতে অংশ নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার তারিখ হিসেবে ‘আনন্দ মিছিল’ কর্মসূচি ঘোষণা করেছিল রাজশাহী মহানগর আওয়ামী লীগ। সেখানে অংশ নিতে সন্ধ্যায় মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা কাজলা গেটে জড়ো হতে থাকেন। পরে ওই গেট থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বাস নিয়ে নগরের আলুপট্টি এলাকায় ‘আনন্দ মিছিলে’ অংশ নেন নেতা-কর্মীরা।
মিছিল শেষে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে ওই সব বাসেই ক্যাম্পাসে ফেরেন তাঁরা।
এদিকে ছাত্রলীগের দলীয় কাজে বাস দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত বাস ছাত্রলীগের দলীয় কাজে ব্যবহার করতে দেওয়া উচিত নয়। সেটা ছাত্রলীগ বা ছাত্রদল—যে দলই হোক না কেন।
এ বিষয়ে পরিবহন দপ্তরের প্রশাসক মোখছিদুল হক বলেন, ‘যারা বাস নিয়েছে, তারা শিক্ষার্থী হিসেবে আমাদের কাছে আবেদন করেছিল। সেখানে কোনো সংগঠন বা দলীয় কর্মসূচির বিষয় উল্লেখ ছিল না। তারা নির্দিষ্ট পরিমাণ ভাড়াও পরিশোধ করেছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নগরের আলুপট্টি এলাকায় আনন্দ মিছিল করা হয়েছে। সেখানে যোগ দেওয়ার জন্য যথাযথ নিয়ম মেনে আবেদন করে বাস নিয়েছি ও ভাড়া পরিশোধ করেছি।’