জাতীয় সংবিধান দিবসের আলোচনা অনুষ্ঠান | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার বেলা বারোটায় উপজেলা প্রশাসনের মিলনায়তে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মুরাদ আলী মালিথা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি.এম. রাহসিন কবির ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, মাত্র ছয় মাসে প্রণীত বাংলাদেশের সংবিধান দেশের মানুষের আশা-আকাংখার প্রতিফলনে একটি পূর্ণাঙ্গ শাসনতন্ত্র। সংবিধানকে সমুন্নত রেখে দেশ এগিয়ে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির পথে, প্রতিষ্ঠা পাবে সুশাসন।