এবি ব্যাংক লিমিটেড মসকো টাওয়ারে রূপপুর উপশাখা কার্যক্রম চালু করেছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে এবি ব্যাংক লিমিটেড রূপপুর উপশাখা কার্যক্রম চালু করেছে।
সোমবার সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের আইকে রোড মসকো টাওয়ারে উপশাখার উদ্বোধন করা হয়।
রাজধানী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এসময় তিনি বলেন, আমরা হরতাল-অবরোধ বিশ্বাস করি না। মানুষের উন্নয়নে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ আর কখনো পেছনে ফিরে তাকাবে না, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক উন্নয়ন প্রকল্পে বিশ্বে ‘রোল মডেল’ হিসেবে পরিচিত হয়ে ওঠা বাংলাদেশকে আরও একটি গর্বের উপলক্ষ এনে দিয়েছে ক্ষমতাসীন দলটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) জন্য বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ।
ব্যাংকের উপশাখার উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত | ছবি: পদ্মা ট্রিবিউন |
তার আগে শুভেচ্ছা বক্তব্য দেন- ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহসাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস ও পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল প্রমুখ।
এসময় পাবনা শাখা ব্যবস্থাপক মাসুদ হোসেন রানা ও রূপপুর উপশাখা ব্যবস্থাপক এনামুল হকসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন