ঈশ্বরদীতে দুটি রাসেল ভাইপার পিটিয়ে মারল এলাকাবাসী

দুটি রাসেল ভাইপার সাপ লাঠি দিয়ে পিটিয়ে মারল এলাকাবাসী | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে একটি গ্রামে দেড় ঘণ্টার ব্যবধানে দুটি রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) পিটিয়ে মেরেছে এলাকাবাসী। 

শুক্রবার বিকেলে ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে পাকশী ইউনিয়নের বাঘইল কলপাড়া গ্রামে এ বিষাক্ত সাপ দুটি পিটিয়ে মারা হয়।
 
গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, বিকেল ৪টার দিকে তিনি বাড়ি যাচ্ছিলেন। এ সময় তিনি একটি রাসেল ভাইপার সাপ রাস্তা পাড় হতে দেখেন। পরে সাপটি  জনৈক এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে। এসময় এলাকাবাসী সাপটি পিটিয়ে মেরে ফেলে।  

তিনি জানান, এর দেড় ঘণ্টা পর ওই বাড়ি হতে ২০০ মিটার দূরের একটি সড়কে আরও একটি রাসেল ভাইপার সাপ পিটিয়ে মারা হয়। মেরে ফেলা দুটি রাসেল ভাইপারই তিন হতে সাড়ে তিন ফুট লম্বা হবে। পরে মারা যাওয়া সাপ দুটি মাটির নিচে পুঁতে ফেলা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু বলেন, পাকশী পদ্মা নদীর পাড়ে রাসেল ভাইপারের উপদ্রব অনেক বেড়ে গেছে। প্রায়শই এ সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটছে। ফলে জনমনে বিরাজ করছে আতঙ্ক। জনমনে এ আতঙ্কের কারণে সাপ দেখা গেলে তা পিটিয়ে মারার ঘটনাও ঘটছে।