রাজশাহীর তানোরে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। বৃহস্পতিবার উপজেলার পাঁচন্দর ইউনিয়নে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার একটি ইউনিয়নের সব মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার সময় পরিবর্তন করে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। সভায় সরকারের বিভিন্ন ভাতাভোগীর পাশাপাশি ওই ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ডাকা হয়।

সভায় এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নৌকার পক্ষে ভোট চেয়েছেন। ফারুক চৌধুরী (Faruk Chowdhury) নামে নিজের ফেসবুক আইডি থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারও করেছেন তিনি।

সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, কোনো পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে কি না বা ক্লাস বন্ধ করা হয়েছে কি না, তিনি কিছুই জানে না। যাঁরা আয়োজক, তাঁদের এসব জিজ্ঞাসা করতে হবে।

তফসিল ঘোষণার পর এ সভা করায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা জানতে চাইলে সংসদ সদস্য বলেন, তিনি আচরণবিধি পড়ে দেখেছেন। তিনি কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। প্রার্থী না হওয়া পর্যন্ত তিনি নির্বাচন কমিশনের অধীনে নন। আর নৌকায় ভোট চাওয়া যদি আচরণবিধি লঙ্ঘিত হয়, তাহলে তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে আওয়ামী লীগ আনন্দমিছিল করেছে, সেগুলোও আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে। অযথা প্রশ্ন করে তাঁকে বিব্রত করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

জানতে চাইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে নির্বাচন কমিশনকে জানানো হবে।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার ১৪ (২) ধারায় বলা হয়েছে, তফসিল ঘোষণার পর নির্বাচনী এলাকায় বা অন্য কোথাও কোনো নিবন্ধিত রাজনৈতিক দল বা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী কাজে সরকারি প্রচার যন্ত্রের ব্যবহার, সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের ব্যবহার বা সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন না এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ বা ব্যবহার করতে পারবেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তানোরের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভার আয়োজন করে পাঁচন্দর ইউনিয়ন পরিষদ। সভার ব্যানারে লেখা ছিল, ‘বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী মানুষের সাথে মতবিনিময়’। সভায় সরকারের বিভিন্ন ভাতাভোগী ও ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের আনা হয়। পাশাপাশি ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ডাকা হয়।

রাজশাহীর তানোরে একটি ইউনিয়নের সব বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে নিয়ে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী মতবিনিময় সভা করেন। বৃহস্পতিবার উপজেলার পাঁচন্দর ইউনিয়নে | ছবি: সংগৃহীত

খোঁজ নিয়ে জানা গেছে, সভার জন্য পাঁচন্দর ইউনিয়নের কোনো প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হয়নি। শিক্ষকেরা সবাই সভায় যোগ দিয়েছিলেন। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এখন বার্ষিক পরীক্ষা চলছে। সভায় যোগ দেওয়ার জন্য ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অষ্টম ও নবম শ্রেণির পরীক্ষা দুই ঘণ্টা এগিয়ে আনা হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা নেওয়া হয়েছে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত।

সভার আয়োজক পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিনের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। পরীক্ষা এগিয়ে নেওয়ার ব্যাপারে জানতে কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানীর সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

দুপুরে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের মতবিনিময় সভায় ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের উদ্দেশে ওমর ফারুক চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে ভালো রাখতে বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছে। নৌকার ভোটের বাক্স যদি ভরে দিতে পারেন, তাহলে ভাতা বেশি হয়ে যাবে।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম; সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার; উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদসহ সংসদ সদস্যের অনুসারী নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিকেলে উপজেলার কলামা ইউনিয়ন পরিষদ আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা হয়।