ঈশ্বরদীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

ফাইল ছবি

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেখা বেগম (৪৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রেখা উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেজান নগর গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম বলেন, রেখা গত রোববার হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। এরপর হাসপাতালে দুই দিন থাকার পর বাড়ি ফিরে গেলও বুধবার আবারও তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই হাসপাতালে ভর্তির পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

উপজেলার সরকারি ও বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের ২ জন নারী এবং অন্য ৩ জন পুরুষ।