সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন | ফাইল ছবি

প্রতিনিধি রাজশাহী: রাজশাহী-৩ আসনের (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের অস্থায়ী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। 

রোববার সন্ধ্যায় রাজশাহী-নওগাঁ মহাসড়ক-সংলগ্ন নওহাটা বাবুল সিনেমা হলের মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ওই কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করেন।

রাজশাহী নগরের পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যায় কে বা কারা সংসদ সদস্য আয়েন উদ্দিনের অস্থায়ী কার্যালয়ে হামলা করে জানালার গ্লাস ভাঙচুর করেছেন। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে হামলা করে দ্রুত চলে যাওয়ায় তাঁদের শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তাঁরা দোতলায় উঠে শুধু জানালার কাচ ভাঙচুর করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

জানতে চাইলে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, তিনি ঢাকায় আছেন। ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে তাঁর কিছুই বলার নেই। তিনি বলেন, ‘যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের লোকজন একটু উৎফুল্ল হবেন, এটাই স্বাভাবিক। আমাকে নেত্রী মনোনয়ন দেননি। হয়তো সাংগঠনিকভাবে আমাকে দুর্বল মনে করেছেন। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আমি এখন সাংগঠনিক কাজ করব।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আয়েন উদ্দিন ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন প্রথম আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন তিনি সংসদ সদস্য হন। এবার তাঁকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তাঁর জায়গায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানকে মনোনয়ন দিয়েছে দল।