মুলাডুলি বাজার এলাকায় আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনায় নেতা-কর্মীদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান গালিবুর রহমান শরিফ | ছবি: পদ্মা ট্রিবিউন  

প্রতিনিধি ঈশ্বরদী: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা—৪ (ঈশ্বরদী—আটঘরিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর প্রথম গালিবুর রহমান শরিফ এলাকায় আসেন। এ উপলক্ষে এলাকার মানুষ তাঁকে রাজসিক সংবর্ধনা দিয়েছে।

মঙ্গলবার উপজেলার মুলাডুলি ইউনিয়ন পরিষদ মুক্তমঞ্চে নেতাকর্মীদের ঢল নামে। বিশাল গাড়িবহর নিয়ে নাটোরের বনপাড়া থেকে তাঁকে এগিয়ে আনা হয়। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।

সরেজমিনে দেখা গেছে, মুলাডুলি এলাকার সড়ক-মহাসড়কে রঙিন পতাকা ও ফেস্টুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মানুষ। হাজার হাজার দলীয় নেতাকর্মী এবং নানা শ্রেণী-পেশার মানুষ ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে স্বাগত জানান। দুপুর ১টায় গালিবুর রহমান শরিফ সংবর্ধনাস্থলে আসেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। 

নেতাকর্মীদের একাংশ | ছবি: পদ্মা ট্রিবিউন  

তখন গালিবুর রহমান শরীফ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমাকে পাবনা—৪ আসনে নৌকার প্রতিনিধি হিসেবে মননোয়ন দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার প্রতি ঈশ্বরদী এবং আটঘরিয়াবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।

আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন, আমার পিতা (প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু) দীর্ঘদিন এই জনপদের মানুষকে নিয়ে কাজ করেছেন। তিনি সবসময় জনগণকে নিয়ে ভাবতেন। তাঁর উত্তরসূরী হিসেবে আমিও যেন আপনাদের পাশে থেকে ভালো কাজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। 

বক্তব্য দিচ্ছেন গালিবুর রহমান শরীফ | ছবি: পদ্মা ট্রিবিউন

তিনি আরও বলেন, আমার বাবার সাথে থেকে যারা দীর্ঘদিন রাজনীতি করেছেন তাঁরা আমার অভিভাবক। বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে সঙ্গে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার বার্তা দেন নেতাকর্মীদের তিনি। এর আগে প্রয়াত সংসদ সদস্য মহিউদ্দীন আহমেদ, আব্দুর রহিম মালিথা, আনিসুন্নবী বিশ্বাসসহ প্রয়াত নেতাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান।

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, উন্নয়ন অব্যাহত রাখতে বারবার নৌকার বিজয় দরকার। আমি ঈশ্বরদীর সন্তান হিসেবে বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনে আপনাদের সঙ্গে নিয়ে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করব। 

মটরসাইকেলে করে সংবর্ধনা অনুষ্ঠানে নেতা-কর্মীরা অংশ নেন | ছবি: পদ্মা ট্রিবিউন

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর সঞ্চালনায় এতে বক্তব্যে দেন, ঈশ্বরদী পৌরসভায় মেয়র ইছাহক আলী মালিথা, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল রহমান হব্বুল, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা মহিলা বিষয়ক সম্পাদক মেহজাবিন শিরিন পিয়া,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মুরাদ আলী মালিথা, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  বকুল সরদার, মাঝপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, সাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা ও  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু, লক্কীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছ উর রহমান শরীফ, মুলাডুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম মালিথা, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দীন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটনসহ ঈশ্বরদী—আটঘড়িয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবার কবরে শ্রদ্ধা জানায় ছেলে গালিবুর রহমান শরিফ | ছবি: পদ্মা ট্রিবিউন  

পরে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের পৈতৃক বাড়িতে পারিবারিক কবরস্থানে পৌঁছান গালিবুর রহমান শরিফ । এরপর বাবার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।