ঈশ্বরদীতে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করানো হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশন এই কার্যক্রমের আয়োজন করে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে শুক্রবার বিনা মূল্যে চক্ষুশিবির শুরু হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের উদ্যোগে এর আয়োজন করা হয়। উদ্বোধন করেন নিউএরা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শফিকুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে ফাউন্ডেশনের উপপরিচালক মোস্তাক আহমেদ কিরণ, প্রধান হিসাব রক্ষক কামাল পারভেজ ও সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী এস এম জাহাঙ্গীর আলমসহ সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আয়োজক সুত্রে জানা যায়, চক্ষুরোগ বিশেষজ্ঞ জাহিদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের একটি চিকিৎসক দল সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন। এর মধ্যে উপজেলার সলিমপুর ও দুয়ারিয়া ইউনিয়নের ১০০ জন রোগীকে বিনা মূল্যে ছানি অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার জন্য বাছাই করা হয়। ছানি অস্ত্রোপচারের জন্য বাছাই করা রোগীদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ২৪ জনকে আই হসপিটালে অস্ত্রোপচার করা হবে।