রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

নির্বাচন কমিশন ভবন | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষবারের মতো নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামী ৪ নভেম্বর নিবন্ধিত ৪৪টি দলকে সংলাপের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ৪ নভেম্বর সকালে ২২টি ও বিকেলে ২২টি দলকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হবে। দলগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক বা তাঁদের মনোনীত প্রতিনিধিরা সংলাপের আমন্ত্রণ পাবেন।

গত বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সে সময় নিবন্ধিত দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বিএনপিসহ ৯টি দল ওই সংলাপ বর্জন করে। পরে ওই ৯ দলকে আবারও আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়। তাতেও বিএনপি সাড়া দেয়নি।