পুলিশের ব্যবহৃত পিকআপ ভ্যান লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছে বলে দাবি করা হয়। বুধবার রাত পৌনে ১০টার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি রাজশাহী: রাজশাহীতে পুলিশের ব্যবহৃত গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছে বলে দাবি করেছে এয়ারপোর্ট থানা-পুলিশ। বুধবার রাত পৌনে ১০টার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। অপর দিকে রাজশাহী নগরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আহত দুই কনস্টেবল হলেন মো. জাহিদুল ও শামীম হায়দার। তাঁরা রাজশাহী পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রাজশাহী এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, রাতে বায়া বাজার এলাকায় পুলিশ সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় পাশের বিশাল একটি বরইবাগানে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশের টহল পিকআপ ভ্যানকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। এরপরই তারা বরইবাগান দিয়ে পালিয়ে যায়। গাড়িতে থাকা পুলিশ সদস্যদের মধ্যে দুই কনস্টেবল শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী পুলিশ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অপরাধীদের শনাক্ত করে ধরতে অভিযান চালাচ্ছে।
দুর্বৃত্তের দেওয়া আগুনে জ্বলছে ট্রাক। বুধবার রাত পৌনে ১টার দিকে রাজশাহী নগরের সিটিহাট এলাকায় | ছবি: সংগৃহীত |
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, ট্রাকচালক ফিলিং স্টেশনের সামনে ট্রাকটি পার্কিং করে বাড়ি চলে যান। রাতে দুটি মোটরসাইকেলে করে ছয় ব্যক্তি এসে পেট্রলবোমা ছুড়ে ট্রাকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা এসে ট্রাকের আগুন নেভায় এবং অবিস্ফোরিত দুটি পেট্রলবোমা উদ্ধার করে।
নগরের শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভান এবং দুটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করেন। এ ঘটনার সঙ্গে ছয়জনকে দেখা গেছে সিসিটিভি ফুটেছে। সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় তাঁদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।
অবরোধে রাজশাহী থেকে দূরপাল্লার গাড়ি চলছে না
বিএনপির ডাকা অবরোধের মধ্যে আজ বৃহস্পতিবার রাজশাহী থেকে দূরপাল্লার কোনো গাড়ি চলাচল করছে না। স্থানীয় গাড়িগুলো পাশের জেলা ও উপজেলায় যাতায়াত করছে। তবে যাত্রী কম। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
অবরোধের সমর্থনে আজ সকাল সাড়ে সাতটার দিকে চন্দ্রিমা থানার নাদের হাজির মোড়ে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। তবে বিএনপিকে মাঠে দেখা যায়নি।