নয়াপল্টন এলাকায় বিজিবির টহল। ঢাকা, ২৮ অক্টোবর | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ডাকা কাল রোববারের হরতাল সামনে রেখে জনসাধারণের নিরাপত্তায় আজ শনিবার রাতেই রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শনিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফুল ইসলাম বলেন, রমনায় এক প্লাটুন, মতিঝিলে দুই প্লাটুন ও পল্টনে দুই প্লাটুন বিজিবি টহলে থাকবে। এ ছাড়া সচিবালয়ে দুই প্লাটুন ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, প্রতিটি প্লাটুনে বিজিবির সদস্যসংখ্যা ২০ থেকে ৩০।

সরকার পতনের এক দফা দাবি আদায়ে আজ রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের কর্মসূচি ছিল বিএনপির। এই মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ অন্তত দুজন নিহত হন।

বিএনপি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, নয়াপল্টনে শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে কাল সারা দেশে হরতাল কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির হরতালে সমর্থন জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

জামায়াতে ইসলামীও এক বিবৃতিতে কাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।