গ্রেপ্তারের শুনানির জন্য রাজশাহী জেলা বিএনপি নেতা আবু সাঈদকে জামালপুরের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর জজ কোর্ট প্রাঙ্গণে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি জামালপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে জামালপুরে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুরের আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আদালতের বিচারক তানভীর আহমেদ তাঁকে (সাঈদ) কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, আজ ওই মামলায় বিএনপি নেতা আবু সাঈদকে জামালপুরে আদালতে হাজিরা করা হয়। আবু সাঈদকে মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তারের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামালপুরের আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আদালত আবু সাঈদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদসহ বিএনপি-জামায়াতের সাত নেতার বিরুদ্ধে ২৩ মে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আদালতে মামলার আবেদন করেন। মামলার আসামিরা হলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ, সহসম্পাদক মোস্তাফিজুর রহমান, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার, সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী ও জেলা জামায়াতের সেক্রেটারি হারুন অর রশিদ।

মামলার আরজি সূত্রে জানা যায়, ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ। ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ২১ মে বেলা ১১টায় জামালপুর শহরের শফি মিয়ার বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ২ থেকে ৭ নম্বর আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা শেখ হাসিনাকে হত্যার অভিপ্রায়ে উসকানিমূলক বক্তব্য দেন। এতে জামালপুরের সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছাড়ায়। এ ঘটনায় জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে মামলা করেন।