নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকা | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি নওগাঁ: সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাসের মালিক-শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৩ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার বেলা তিনটা থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে বাসচালক ও তাঁদের সহকারীরা কর্মবিরতি পালনের ঘোষণা দেন। এতে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে বাস বন্ধ হয়ে যায়।
আজ দুপুরে বিদ্যমান সমস্যা নিরসনে শহরের বালুডাঙা বাস টার্মিনালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বাস মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে পরিবহন নেতাদের সঙ্গে সাধারণ শ্রমিকদের একটি প্রতিনিধিদল সমস্যা নিরসনে বৈঠকে বসে। বৈঠকে দুর্গাপূজা উৎসব উপলক্ষে পরিবহন নেতারা সাধারণ শ্রমিকদের বাস চালানোর আহ্বান জানালে শ্রমিকেরা তাতে সম্মত হন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বেলা তিনটা থেকে সব রুটে বাস চলাচল শুরু হয়।
বৈঠকে অংশ নেওয়া জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘বৈঠকে আমাদের পক্ষ থেকে সাধারণ শ্রমিকদের কাছে আহ্বান ছিল অন্তত দুর্গোৎসবের কথা চিন্তা করে যাতে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করেন। আমাদের আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকেরা বাস চালাতে রাজি হন। তবে তাঁরা শর্ত দিয়েছেন, এ সময়ের মধ্যে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যের ওপর হামলার ঘটনার বিচার না হলে পূজার পর আবারও তাঁরা আন্দোলনে নামবেন।’
বাস ও অটোরিকশার মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার পর সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে অটোরিকশার শ্রমিক ও মালিকেরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি মোকাবিলায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয় ওই এলাকায়। ওই ঘটনার জেরে সোমবার বেলা তিনটা থেকে অটোরিকশাচালক ও মালিকেরা অটোরিকশা চালানো বন্ধের ঘোষণা দেন এবং সড়কে বাস চলাচল করতে না দেওয়ার ঘোষণা দেন। অন্যদিকে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যকে মারধরের প্রতিবাদে গতকাল সকাল ছয়টা থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন সাধারণ পরিবহন শ্রমিকেরা। এতে নওগাঁয় আন্তজেলা ও জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ‘নওগাঁয় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যকার দ্বন্দ্ব দীর্ঘদিনের। তাঁদের মধ্যকার চলমান দ্বন্দ্বের যাতে স্থায়ী সমাধান হয়, এ লক্ষ্যে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে।’